ফুসফুসের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি রোগ/ সিওপিডি কী?

সিওপিডি কী?

ফুসফুসের প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ সিওপিডি (Chronic Obstructive Pulmonary Disease -COPD)। হৃদরোগ, ফুসফুসের ক্যান্সারসহ অন্যান্য অনেক অসুস্থতা এই রোগের ঝুঁকি বাড়ায়। দীর্ঘদিন যাবত অতিরিক্ত ধূমপানের ফলে সাধারণত এ রোগ হয়ে থাকে। এটি পুরুষের মধ্যে অধিক দেখা যায়, কিন্তু নারীরাও এ রোগে অনেক সময় আক্রান্ত হয়।

সিওপিডি কেন হয় এবং এর চিকিৎসা সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুন:

সিওপিডি রোগের লক্ষণ:

  • দীর্ঘমেয়াদি কাশি
  • শ্বাসকষ্ট, শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হতে পারে
  • শারীরিক দুর্বলতা, অস্বাভাবিক ঘুম
  • পায়ের গোড়ালি বা পা ফুলে যাওয়া

প্রতিরোধ ও সচেতনতা- এ রোগ প্রতিরোধের জন্য মূল উপায় হল ধূমপান বন্ধ করা। এছাড়াও, ক্ষতিকর ধূলিকণার সংস্পর্শে থাকতে হয়, এমন পরিবেশ ও পেশা থেকে বিরত থাকা। সঠিক যত্ন এবং চিকিৎসার মাধ্যমে আক্রান্ত ব্যক্তিরা তাদের লক্ষণগুলো নিয়ন্ত্রণে এনে সুস্থ জীবনযাপন করতে পারেন।

Scroll to Top