ব্যাক পেইন বা পিঠ ব্যথা কেন হয়?

ব্যাক পেইন বা পিঠ ব্যথা সাধারণত নিচের পিঠের পেশি, মেরুদণ্ড, ইত্যাদি সমস্যা থেকে তৈরি হয়। পিঠ ব্যথার কারণগুলোর ভেতর সবচেয়ে বেশি থাকে পিঠের পেশিতে চাপ পড়া এবং পিঠের কাঠামোগত সমস্যা।

চলুন জেনে নেওয়া যাক পিঠ ব্যথা বা ব্যাকপেইনের কারণগুলো কী কী।

  • পিঠের পেশিতে চাপ
  • বাত বা আর্থ্রাইটিস
  • হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস
  • মেরুদণ্ডের ছত্রাক বা ব্যাকটেরিয়া সংক্রমণ।
  • মেরুদণ্ডে ক্যান্সার বা টিউমার।
  • কিডনি সংক্রমণ বা কিডনি পাথর।

Figure: https://images.boldsky.com/webp/bn/img/2021/10/backpain-1613974420-1614688472-1635261836.jpg

Scroll to Top