হেপাটাইটিস এ এবং বি (Hepatitis A & B)

একটি ভাইরাল সংক্রমণ যা লিভারকে আক্রমণ করে এবং জন্ডিসের পাশাপাশি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে। যদি সময় মত ভ্যাকসিন এবং চিকিৎসা না নেয়া হয়, পরবর্তীতে লিভার ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে।

Scroll to Top