হাম

হাম ভাইরাস জনিত একটি অতি পরিচিত রোগ। আমাদের দেশে এই রোগের কিছু আঞ্চলিক নামও আছে, যেমনঃ ফ্যারা, লুতি, নুনতি ইত্যাদি। হাম একটি ভাইরাল সংক্রমণ যা শ্বাসযন্ত্রে শুরু হয়। এই সংক্রমণ থেকে প্রতিরোধের জন্য একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন পাওয়া যায়।

হামের লক্ষণগুলোঃ
  • জ্বর
  • সারা শরীরে ত্বকের ফুসকুড়ি
  • কাশি
  • সর্দি
  • স্বরভঙ্গ
  • মুখে সাদা দাগ
Scroll to Top