পোলিও (Polio)

পোলিওমাইলাইটিস, পোলিওভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ, যা সাধারণত পোলিও নামে পরিচিত। এটি প্রধানত শিশুদের হয় এবং এর তীব্রতা ভেদে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়াও, বেঁচে থাকা পোলিও আক্রান্ত ব্যক্তিরাও পোস্ট-পোলিও সিনড্রোমে আক্রান্ত হতে পারেন। সংক্রমণের প্রায় ১৫ থেকে ৪০ বছর পরেও তারা পেশী ব্যথা, দুর্বলতা এবং পক্ষাঘাত অনুভব করতে পারেন। সুতরাং এই টিকা নেয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশ সরকার এই টীকা বিনামূল্যে প্রদান করে থাকেন।

এ সম্পর্কে আরও জানতে এবং পড়তে নিচের লিংকে ক্লিক করুন:
www.immunize.org/wp-content/uploads/vis/bengali_polio_ipv.pdf
Scroll to Top