রুবেলা (Rubella)

রুবেলা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ছোঁয়াচে রোগ। রুবেলা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে, কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। গর্ভাবস্থায় মায়ের রুবেলা হলে শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। তাই সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে।    

Scroll to Top