টিটেনাস

টিটেনাস টক্সয়েড (টিটি) বাংলাদেশে টিকাদানের সম্প্রসারিত প্রোগ্রাম (ইপিআই) এর অধীনে একটি নিয়মিত টিকাদান কার্যক্রম। প্রজনন বয়সি (১৫-৪৯ বছর) নারীদেরকে টিটেনাস থেকে রক্ষা করার জন্য পাঁচটি ডোজ টিটি টিকা প্রদান করা হয়। মোট ৫ বার টিটি টিকা নিতে হয়।

কখন টিটি টিকা দিতে হবেঃ 

  • টিটি ১ম ডোজ ১৫ বছর পূর্ণ হবার পর অথবা গর্ভবতী হলে ৪র্থ মাস থেকে।
  • টিটি ২য় ডোজ টিটি ১ম ডোজ দেয়ার ৪ সপ্তাহ পর।
  • টিটি ৩য় ডোজ ২য় ডোজ দেয়ার ৬ মাস পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
  • টিটি ৪র্থ ডোজ ৩য় ডোজ দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।
  • টিটি ৫ম ডোজ টিটি ৪র্থ ডোজ দেয়ার ১ বছর পর অথবা পরবর্তী গর্ভবতী অবস্থায়।

ধনুষ্টঙ্কার একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। এই রোগের জীবাণু মাটি ও ময়লা-আবর্জনায় বাস করে। নারী পুরুষ নির্বিশেষে যে কারোর টিন, লোহার টুকরা, পেরেক বা ধারালো কিছুর মাধ্যমে বা কেটে গেলে অবশ্যই ধনুষ্টঙ্কার রোগের ইনজেকশন নেয়া জরুরি। এজন্য নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্র বা ঔষধের দোকানে এই রোগের ইনজেকশনে পাওয়া যায়।

Scroll to Top