রুটিন টিকা

কখন শিশুকে কোন টিকা দি্তে হবে তা জনতে এই ভিডিওটি দেখুন:

পোলিও টিকা

পোলিওমাইলাইটিস, পোলিওভাইরাস দ্বারা সৃষ্ট একটি রোগ, যা সাধারণত পোলিও নামে পরিচিত। এটি প্রধানত শিশুদের হয় এবং এর তীব্রতা ভেদে পক্ষাঘাত এবং মৃত্যু পর্যন্ত হতে পারে।

টিটেনাস

টিটেনাস টক্সয়েড (টিটি) বাংলাদেশে টিকাদানের সম্প্রসারিত প্রোগ্রাম (ইপিআই) এর অধীনে একটি নিয়মিত টিকাদান কার্যক্রম। প্রজনন বয়সি (১৫-৪৯ বছর) নারীদেরকে টিটেনাস থেকে রক্ষা করার জন্য পাঁচটি ডোজ টিটি টিকা প্রদান করা হয়। মোট ৫ বার টিটি টিকা নিতে হয়।

হাম

হাম ভাইরাস জনিত একটি অতি পরিচিত রোগ। আমাদের দেশে এই রোগের কিছু আঞ্চলিক নামও আছে, যেমনঃ ফ্যারা, লুতি, নুনতি ইত্যাদি। হাম একটি ভাইরাল সংক্রমণ যা শ্বাসযন্ত্রে শুরু হয়। এই সংক্রমণ থেকে প্রতিরোধের জন্য একটি কার্যকর এবং নিরাপদ ভ্যাকসিন পাওয়া যায়।

এইচপিভি

এই টিকা নারীদের সার্ভিকাল ক্যান্সারসহ অন্যান্য ক্যান্সার থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি যৌনাঙ্গের আঁচিল থেকে রক্ষা করতেও সাহায্য করে।

হেপাটাইটিস এ এবং বি

একটি ভাইরাল সংক্রমণ যা লিভারকে আক্রমণ করে এবং জন্ডিসের পাশাপাশি তীব্র এবং দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে। যদি সময় মত ভ্যাকসিন এবং চিকিৎসা না নেয়া হয়, পরবর্তীতে লিভার ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে।

ইনফ্লুয়েঞ্জা

ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনগুলো সংক্রমণ প্রতিরোধ এবং রোগের তীব্রতা কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

রুবেলা

রুবেলা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট একটি ছোঁয়াচে রোগ। রুবেলা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে, কাশি ও হাঁচির মাধ্যমে ছড়ায়। গর্ভাবস্থায় মায়ের রুবেলা হলে শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। তাই সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন একটি সুস্থ শিশু জন্ম দিতে পারে।

হিব

হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (Hib) হল এক ধরনের ব্যাকটেরিয়া যা জীবন-হুমকির সংক্রমণ ঘটাতে পারে।

Scroll to Top