ক্যান্সার: ক্যান্সার হলেই মৃত্যু অবধারিত, এই ধারণাটি এখন সত্য নয়। ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব। সঠিক সময়ে, সঠিক চিকিৎসায় এ রোগের সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব।
ক্যান্সার হলো শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি। বাংলাদেশে সাধারণত নারীদের ব্রেষ্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, পুরুষদের ফুসফুসের ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, খাদ্য নালীর ক্যান্সার ইত্যাদি হয়ে থাকে।
ক্যান্সারের উপসর্গগুলো সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখুন:
ক্যান্সারের সাধারণ লক্ষণ ও প্রতিরোধের উপায়গুলো সম্পর্কে জানতে নিচের তথ্যচিত্রটি দেখুন:
প্রাথমিক ভাবে ক্যান্সারের কোন লক্ষণ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। ক্যান্সার আক্রান্ত হলে জাতীয় ক্যান্সার ইন্সটিটিউট মহখালী, ঢাকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করবেন।
